শেরপুর জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের কর্মক্ষেত্রে মনোবল ও উদ্দীপনা বাড়াতে বর্ণাঢ্য আয়োজনে ‘ছন্দে ও গানে প্রীতির বন্ধনে’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এক পর্যায়ে সকল পুলিশের এক মিলন মেলায় পরিণত হয়। জেলা পুলিশের আয়োজনে শুক্রবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে এটি অনুষ্ঠিত হয়েছে।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শেরপুর জেলার পুলিশ সুপার মোনালিসা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য ও বিশেষ অতিথি ময়মনসিংহ রেঞ্জ পুনাকের সম্মানিত উপদেষ্টা ডিআইজি পত্নী মধুছন্দা ভট্টাচার্য উপস্থিত থেকে সবার সাথে একাত্মতা প্রকাশ করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার মোনালিসা বেগম। পরে অনুষ্ঠানের সভাপতির নিমন্ত্রণে সকল অতিথিরা নৈশভোজে অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. সাজ্জাদুর রহমান, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্) সৈয়দ আবু সায়েম, শেরপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ ও তার পরিবার, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খাইরুম ও তার পরিবার, জামালপুর জেলার পুলিশ সুপার মো. কামরুজ্জামান ও তার পত্নী সানজিদা হক মৌ, শেরপুর জেলা সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য, পৌর মেয়র মোহাম্মদ গোলাম কিবরিয়া লিটন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন ছানু, শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।