সোমবার , ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

তালা খুলে শিক্ষার্থীরা, শিক্ষক আসেন ১০টার পর

প্রতিবেদক
pappu
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ৭:২১ পূর্বাহ্ণ

ঘড়ির কাটায় সকাল ৯টা বেজে ২৫ মিনিট। বিদ্যালয়ের তালা খুলছে শিশু শিক্ষার্থীরা। ৯টা ৩৪ মিনিটে পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের দপ্তরি। তখন আসেননি কোনো শিক্ষক। শ্রেণিকক্ষে শিক্ষকদের জন্য অপেক্ষা করছে প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির অর্ধশতাধিক শিক্ষার্থী।

বিদ্যালয়ে সাংবাদিক আসার খবরে শিক্ষক এসে পৌঁছান সকাল ১০ টারও পরে। অথচ সরকারি নিয়মানুযায়ী সকাল ৯টা ১৫ মিনিটের মধ্যে বিদ্যালয়ে সব শিক্ষক-কর্মচারী উপস্থিত থাকার কথা।

jagonews24

রোববার (২৪ সেপ্টেম্বর) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ৫৩ নম্বর এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিন গিয়ে এমন চিত্র দেখা যায়। তদারকির অভাবে বিদ্যালয়টিতে এমন অনিয়মের চিত্র নিত্যদিনের বলে জানান স্থানীয়রা।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৩৩ সালে প্রায় তিন বিঘা জমির ওপর নির্মিত ওই বিদ্যালয়টির বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ১১২ জন। বিপরীতে শিক্ষক রয়েছেন মাত্র দুইজন। তার মধ্যে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন। যিনি অফিসিয়াল কাজে ব্যস্ত থাকেন। আর একজন সহকারী শিক্ষক চালিয়ে নিচ্ছেন পাঠদান কার্যক্রম। এতে স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে। ২০২০ সাল থেকে এভাবেই চলছে বিদ্যালয়টি।

https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/education2-20230925131602.jpg

অফিস কক্ষের তালা খোলার সময় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মো. সিয়াম ও সম্রাট বলে, বাচ্চু চাচা (দপ্তরি) একটু পরে আসে। সেজন্য তার বাড়ি থেকে চাবি এনে আমরা নিজেরাই বিদ্যালয়ের তালা খুলছি। সপ্তাহের অধিকাংশ দিনই আমরা তালা খুলে শ্রেণি কক্ষে বসে থাকি। পরে দপ্তরি ও শিক্ষকরা আসেন।

শিক্ষকদের অপেক্ষায় বসে থাকা দ্বিতীয় শ্রেণির ছাত্র মো. আজিব বলে, আমাদের স্কুলে মাত্র দুইজন শিক্ষক আছে। ১০টার দিকে ক্লাস শুরু হয়। আমি এসে মাঝে মধ্যে স্কুলের তালা খুলি।

তবে শিক্ষার্থীদের ভাষ্য অস্বীকার করে বিদ্যালয়ের দপ্তরি মো. তারিকুল ইসলাম বাচ্চু বলেন, আমি নিজেই প্রতিদিন বিদ্যালয়ের তালা খুলি। কিন্তু আজ বৃষ্টির কারণে আমার আসতে দেরি হয়েছে। সেজন্য শিক্ষার্থীরা তালা খুলেছে। শিক্ষকদের ফোন দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্কুল পাড়ার এক বাসিন্দা বলেন, স্কুল খোলার ঠিক ঠিকানা নেই। শিক্ষকরা ৯টায়ও আসে, ১০টায়ও আসে। দিনে দিনে স্কুলটা নষ্ট হয়ে যাচ্ছে।

এসব বিষয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তারেক রহমান বলেন, বিদ্যালয়ে শিক্ষক সংকট প্রকট। প্রধান শিক্ষক ব্যস্ত থাকেন অফিসের নানান কাজে। সারাদিন আমি একাই ক্লাস নেই। আমি কুষ্টিয়া শহর থেকে বিদ্যালয়ে আসি। আজ আমার মোটরসাইকেলটি পথে নষ্ট হওয়ায় বিদ্যালয়ে পৌঁছাতে দেরি হয়েছে। বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়া খুবই জরুরি।

প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, আমি শ্বশুরবাড়ি ছিলেন। বৃষ্টির কারণে স্কুলে আসতে দেরি হয়েছে। বিদ্যালয়ে সাংবাদিক এসেছে এমন খবরে দ্রুত চলে আসলাম। তবে শিক্ষার্থীদের তালা খোলার বিষয়টি অস্বীকার করেছেন প্রধান শিক্ষক।

jagonews24

তিনি আরও বলেন, ২০২০ সাল থেকে মাত্র দুইজন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়টি। এতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে আমাদের। আমার দাবি এখানো আরও শিক্ষক নিয়োগ দেওয়ার।

এবিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, সকাল ৯টা ১৫ মিনিটের মধ্যেই বিদ্যালয় খুলতে হবে। একই সঙ্গে শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীদের উপস্থিত হতে হবে। আর তালা খুলবেন দপ্তরি। যদি এর কোনো ব্যত্যয় ঘটে তাহলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

নেইমার না থাকলেও মেসি-এমবাপে জেতালেন পিএসজিকে

সরকারি চাকরিজীবীদের নিয়ে অ্যাটর্নি জেনারেল দায়িত্বরত অবস্থায় মামলা হলে গ্রেফতারের আগে লাগবে অনুমতি

বিএনপি কার্যালয়ের সামনে থেকে সরানো হলো লোহার ব্যারিকেড

‘রাষ্ট্রপতি’ প্রজাতন্ত্রের কর্মে লাভজনক পদ নয়: হাইকোর্ট

৯ দেশের রাষ্ট্রদূতকে তলব কোরআন পোড়ানোর পর তুরস্কে কনস্যুলেট বন্ধের হিড়িক ইউরোপীয়দের

সব শোক-ব্যথা বুকে নিয়ে রাস্তায় নেমেছি: প্রধানমন্ত্রী

জাতির সঙ্গে বেইমানি করা সমীচীন হবে না: অলি

ถ้า ไทย เปิด คาสิโนถูกกฎหมาย จะเป็นอย่างไร ?

ถ้า ไทย เปิด คาสิโนถูกกฎหมาย จะเป็นอย่างไร ?

এফবিসিসিআই মালিক-শ্রমিক উভয়ের স্বার্থরক্ষায় কাজ করতে হবে

ইন্টারনেট ছাড়াই মেইল পাঠাতে পারবেন