কক্সবাজারের উখিয়া থানাধীন চৌধুরীপাড়া এলাকায় খাদ্য অধিদপ্তরের ১১১ বস্তা আতপ চাল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব চাল জব্দ করা হয়।
র্যাব ১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, ভ্রাম্যমাণ আদালতের সহায়তায় র্যাব অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেহ আহমেদকে সঙ্গে নিয়ে র্যাব-১৫, কক্সবাজার’র একটি আভিযানিক দল উখিয়া থানাধীন হলুদিয়া পালং ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে খাদ্য অধিদপ্তরের সরকারি সর্বমোট ১১১ বস্তা (প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট ৩,৩৩০ কেজি) আতপ চাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চালের বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এসিল্যান্ড, উখিয়ার মাধ্যমে খাদ্য গুদামে জমা করা হয়েছে বলে জানান তিনি।