সোমবার , ১৩ নভেম্বর ২০২৩ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রীকে মারধর

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ১৩, ২০২৩ ৪:৫৬ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটের হামলায় কলেজছাত্রী আহত হয়েছেন। উপজেলা লৌহজং-তেউটিয়া ইউনিয়নের বড়নওপাড়া গ্রামে শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। এ বিষয়ে শনিবার রাতে লৌহজং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা।

অভিযোগ সূত্র জানা যায়, প্রতিদিনের মতো সেদিনও বান্ধবীদের সঙ্গে কলেজে যায়। এ সময় টুটুল রাজ বংশী নামক এক যুবক পিছন থেকে ওই কিশোরীকে ডাক দেন। পরে কিশোরীসহ বান্ধবীরা না থামলে পিছন থেকে গিয়ে চুলের মুঠি ধরে এলোপাতাড়ি মারধর করে। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন আসলে বখাটে যুবক পালিয়ে

প্রত্যক্ষদর্শীরা জানান, পিছন থেকে টুটুল নামক একটা ছেলে অনেকক্ষণ যাবত ডাকা ডাকি করছিলো এবং দাঁড়াতে বলছে। আমরা কেউ দাঁড়াইনি তাই বখাটে টুটুল ক্ষিপ্ত হয়ে মেয়েটিকে মারধর করেন।

ভুক্তভোগীর মা জানান, আমার মেয়েকে এলোপাতাড়ি কিল-ঘুষি লাথি দিয়ে সারা শরীরে জখম করে। এমনি কান দিয়ে রক্ত পর্যন্ত বের হয়ে গিয়েছে। কি পরিমাণে মারধর করছে আমার মেয়েকে। আমরা এ বখাটের বিচার চাই।

লৌহজং সরকারি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক জানান, এ বিষয়টি নিয়ে মেয়েটির মা আমাদের কাছে এসেছিল। আমাদের কলেজের পক্ষ থেকে পুলিশকে সার্বিক সহযোগিতা করতেছি। যেহেতু থানায় অভিযোগ পাওয়া গেছে সেহেতু আইনিভাবে এর পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে এ ঘটনার তীব্র ও প্রতিবাদ জানাই।

ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ঘটনার সত্যতা শিকার করে বলেন, আমি খোঁজ খবর নিয়ে বিষয়টি জানতে পেরেছি। এরকম বখাটের কঠোর শাস্তি হোক যাতে পরবর্তী এরকম অশ্লীল ঘটনা না ঘটে।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার ইমাম বলেন, এ বিষয়ে মেয়েটির মা লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমাদের পুলিশ ঘটনাস্থলসহ ছেলেটির বাসায় গিয়েছে, ওই ছেলেটি পলাতক রয়েছে।

সর্বশেষ - সারাদেশ