সরকারের পদত্যাগ ও ঘোষিত তফসিলকে প্রত্যাখ্যান করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করছে গণতান্ত্রিক ছাত্র জোট। বুধবার (১৫ নভেম্বর) তফসিল ঘোষণার পর টিএসসি থেকে তাৎক্ষণিক মশাল নিয়ে বিক্ষোভ করে গণতান্ত্রিক ছাত্র জোট।
এসময় তারা মিছিল নিয়ে টিএসসি, রোকেয়া হল, ভিসি চত্বর, নীলক্ষেত, কাটাবন হয়ে শাহবাগের যান।
এসময় তারা আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে আধাবেলা হরতাল ঘোষণা করেন। মিছিলে তারা সরকার ও তফসিল বিরোধী নানান স্লোগান দিতে দেখা যায়।