দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে কুমিল্লার নাঙ্গলকোটে আনন্দ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ আয়োজনে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
বুধবার সন্ধ্যায় তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে উপজেলা সদর থেকে মিছিলটি শুরু হয়ে নাঙ্গলকোট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুফিয়া ম্যানশন এলাকায় গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ নুরুল্লাহ মজুমদার, সাবেক পৌর কাউন্সিলর এমরান বাহার, পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি ইউসুফ, উপজেলা ছাত্রলীগ নেতা ওবায়েদুল হক, মৌকরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান।এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, হেসাখাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এয়াকুব আলী রায়হান, যুবলীগ নেতা ইউনুস মিয়া নোমান, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, শ্রমিক লীগ নেতা বেছু, শাহজাহান, ছাত্রলীগ নেতা ফয়সাল, শাওন প্রমুখ।
বক্তারা বলেন, নির্বাচন কমিশন যথাসময়ে তফসিল ঘোষণা করায় আমরা আনন্দিত। এতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। জননেত্রী শেখ হাসিনার সামগ্রিক উন্নয়নের কথা চিন্তা করে আসন্ন নির্বাচনে দেশের মানুষ পুনরায় আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করবে।