একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি কক্সবাজারের আব্দুস শুকুরকে অসুস্থতা বিবেচনায় জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার (১৫ নভেম্বর) বিচারপতি মো. আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
আদালতে এদিন রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন প্রসিকিউটর রানা দাসগুপ্ত। অন্যদিকে আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান।
রানা দাশগুপ্ত জাগো নিউজকে বলেন, এই আসামি ২০২১ সালে ব্রেন স্ট্রোক করেছিলেন। তার পায়ে পচন ধরেছে। অসুস্থ বিবেচনায় আদালত তাকে জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন।
এই আইনজীবী জানান, আসামিদের বিরুদ্ধে ২০১৬ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা করা হয়। হত্যা-গণহত্যাসহ মোট চারটি অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে। এ মামলায় মোট আসামি ১৮ জন। গ্রেফতার হয়েছেন ৭ জন। পলাতক ৫ জন এবং বাকিরা মারা গেছেন।
প্রসিকিউটর রানা দাসগুপ্ত বলেন, মামলার তদন্ত কর্মকর্তাসহ (আইও) রাষ্ট্রপক্ষের সর্বমোট ৩২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এখন মামলাটির যুক্তি-তর্ক উপস্থাপনের জন্য আগামী ১২ জানুয়ারি পরর্বতী দিন ঠিক করেছেন আদালত।