বুধবার , ২৯ নভেম্বর ২০২৩ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

মিয়ানমারের সাবেক তথ্যমন্ত্রীর কারাদণ্ড

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ২৯, ২০২৩ ৪:০১ অপরাহ্ণ

মিয়ানমারের সাবেক তথ্যমন্ত্রী ইয়ে হতুতকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর দায়ে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার এ রায় দেওয়া হয় বলে নিরাপত্তাসংশ্লিষ্ট একটি সূত্র এএফপিকে জানিয়েছে। কয়েক সপ্তাহ আগে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সামরিক বাহিনীর বিরুদ্ধে উসকানি এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে দুটি ধারায় তাঁকে এ শাস্তি দেওয়া হয়। ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারে স্থাপিত আদালতে তাঁর বিচার চলে।

গত অক্টোবরে জান্তাপন্থী টেলিগ্রাম চ্যানেল ইয়ে হতুতের বিরুদ্ধে এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ঠিকানা প্রকাশ করার অভিযোগ আনে। এর কয়েক দিন পরই তাঁকে গ্রেপ্তার করা হয়।

হতুত সাবেক সামরিক সরকারের প্রেসিডেন্ট থেইন সেইনের মুখপাত্র এবং তথ্যমন্ত্রী ছিলেন।

সে সময় তাঁর আরেক নাম হয়েছিল ‘ফেসবুক মিনিস্টার’। সে সময় তিনি ফেসবুকে বেশ সক্রিয় ছিলেন। অনবরত পোস্ট দিতেন।

গত মাসেও জান্তাপ্রধান মিন অং হ্লাইংয়ের ঘনিষ্ঠ দুই ব্যক্তিকে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দায়ে ২০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

সর্বশেষ - সারাদেশ