রবিবার , ৩ ডিসেম্বর ২০২৩ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

টাঙ্গাইলে দুই স্বতন্ত্রপ্রার্থীর মনোনয়ন বাতিল

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২৩ ৬:৩৩ পূর্বাহ্ণ

টাঙ্গাইল-৫ আসনে দুই স্বতন্ত্রপ্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। রোববার (৩ ডিসেম্বর) সকালে যাচাই-বাছাইকালে জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম তাদের মনোনয়ন বাতিল করেন।

তারা হলেন- বিএনপির বহিষ্কৃত নেতা খন্দকার আহসান হাবীব ও মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেনিগার হোসেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বতন্ত্রীপ্রার্থী খন্দকার আহসান হাবীব মনোনয়নপত্রে নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দেন। ওই তালিকার ১০ জনের তথ্য যাচাই-বাছাই করে নির্বাচন কমিশন। এর মধ্যে ছয়জনের স্বাক্ষর মিল পাওয়া যায়নি। এছাড়াও তিনি একজন মৃত ব্যক্তির স্বাক্ষর দিয়েছেন।
অপর স্বতন্ত্রপ্রার্থী মেহেনিগার হোসেনের মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া ভোটারের তালিকা যাচাই-বাছাই করে একজনেরও স্বাক্ষর মিল পাওয়া যায়নি।

জেলা প্রশাসক জানান, ভোটারের তথ্য সঠিক না থাকায় বিধি অনুযায়ী তাদের মনোনয়ন বাতিল করা হয়।

এ বিষয়ে খন্দকার আহসান হাবিব জানান, নির্বাচন কমিশনে আপিল করবো।

সর্বশেষ - আইন-আদালত