মঙ্গলবার , ২ জানুয়ারি ২০২৪ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশের অভিযোগ ‘গার্ডিয়ানের’ বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান শ্রমিকরা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জানুয়ারি ২, ২০২৪ ৩:৪৭ অপরাহ্ণ

বাংলাদেশের পোশাক শ্রমিকদের নিয়ে যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকায় ‘বিভ্রান্তিকর’ প্রতিবেদন প্রকাশের অভিযোগ এনে প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রমিক ফেডারেশন। এ সময় শ্রমিকরা পত্রিকাটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় ৭টি শ্রমিক ফেডারেশন এ দাবি জানান। সভা শেষে প্রেস সক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিলও করেন শ্রমিকরা।

এ সময় দাবি করে বলেন, বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করা এবং তৈরি পোশাকশিল্প যাতে বাংলাদেশ থেকে অন্য দেশে চলে যায় এই উদ্দেশ্য নিয়েই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। অনতিবিলম্বে বাংলাদেশ এবং নারী শ্রমিকদের কাছে ক্ষমা চাইতে হবে গার্ডিয়ান পত্রিকাকে।

সমাবেশে শ্রমিক নেত্রী লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে আরও বক্তব্য প্রদান করেন শ্রমিক নেত্রী রানি খান, নাহিদুল হাসান নয়ন, বাহরানে সুলতান বাহার, মরিয়ম আক্তার প্রমুখ।

উল্লেখ্য, সম্প্রতি ব্রিটেনের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে বাংলাদেশি এক নারী পোশাক শ্রমিকের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে মূল্যস্ফীতির কারণে পোশাক শ্রমিকদের জীবনযাপনের ব্যয়সংক্রান্ত নানা দিক তুলে ধরা হয়। যেখানে উঠে আসে রাতে যৌনকর্মী হিসেবে কাজ করতে বাধ্য হচ্ছেন নারী পোশাক শ্রমিকরা।

 

 

সর্বশেষ - সারাদেশ