দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগ করার মাধ্যমে নারী-শিশুসহ সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যার ঘটনায় শোক, উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
বিবৃতিতে সংগঠনটি বলে, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করলাম যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়ে নারী ও শিশুসহ সাধারণ মানুষকে নিষ্ঠুরভাবে পুড়িয়ে হত্যা করা হলো। এ নির্মম ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ গভীর শোক, তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করছে।
রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন ও রাজনৈতিক কৌশলের নামে নির্মম সহিংসতা রাজনীতিকে বিপজ্জনক করে তুলছে এবং জনজীবনে শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও জনস্বার্থ বিঘ্নিত করা হচ্ছে। দেশের সম্পদ বিনষ্ট করা হচ্ছে যা কোনোমতেই কাম্য নয়।
বাংলাদেশ মহিলা পরিষদ অবিলম্বে নিরপেক্ষভাবে এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। আহতদের চিকিৎসার সুব্যবস্থা করার দাবি জানাচ্ছে।