সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান প্রত্যাখ্যান করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক বলেন, এটা অবৈধ সরকারের অবৈধ সংসদ।
বুধবার (১০ জানুয়ারি) ভোট বর্জন করায় জনগণকে ধন্যবাদ দিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে লিফলেট বিতরণের সময় তিনি এসব কথা বলেন।
সরকারকে হুশিয়ারী দিয়ে তিনি বলেন, এরশাদও ৮৬ সালে নির্বাচন করেছে কিন্তু সেই নির্বাচনও জনগণ গ্রহণ করে নাই। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশগুলো ৭ তারিখের নির্বাচনকে গ্রহণ করে নাই। জনগণের অংশগ্রহণ ছাড়া ৭ তারিখের নির্বাচন হয়েছে। সংসদ সদস্যদের শপথ গ্রহণ জনগণ মেনে নিবে না। এবারে তল্পিবাহক নির্বাচন কমিশনের মাধ্যমে যে ভোটারবিহীন নির্বাচন হয়েছে এর মাধ্যমে আপনারা সরকার গঠন করতে পারবেন না। দেশের মানুষের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, দেশের মানুষ এখন জেগে উঠেছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য বিএনপি রাস্তায় আছে এবং থাকবে।
সরকারকে উদ্দেশ্য করে ফারুক বলেন, গণমাধ্যমের মাধ্যমে দেখেছি এ নির্বাচনে ২ থেকে ৪ শতাংশ ভোটও পড়ে নাই। আজকের সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানকে আমরা প্রত্যাখ্যান করছি। এই নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে স্বৈরাচারী কায়দায় আবারও সরকার পরিচালিত হবে। জনগণ কখনোই এ সরকারকে মেনে নিবে না।