সোমবার , ৬ মে ২০২৪ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

২৪ ঘণ্টায় আরও দুজন হিটস্ট্রোকে আক্রান্ত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মে ৬, ২০২৪ ১২:৫৮ অপরাহ্ণ

সারাদেশে তীব্র তাপপ্রবাহে আরও দুজন হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এতে কারও মৃত্যু হয়নি। সংস্থাটি জানায়, গত ১৫ দিনে হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন ৩৫ জন। এতে এ পর্যন্ত মারা গেছেন ১৫ জন।

সোমবার (৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়েছে।

এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে প্রায় এক মাস ধরে দেশে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যায়। এই সময়ে দেশের বিভিন্ন স্থানে গরমে অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। তবে স্বাস্থ্য অধিদপ্তর ২২ এপ্রিল থেকে হিটস্ট্রোকে মৃত্যুর তথ্য রাখা শুরু করেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২২ এপ্রিল থেকে সোমবার সকাল পর্যন্ত ১৫ দিনে সারাদেশে ৩৫ জন হিটস্ট্রোকের শিকার হয়েছেন। এর মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৩ জন পুরুষ ও দুজন নারী। এছাড়া আক্রান্ত ৩৫ জনের মধ্যে পাঁচজন নারী ও ৩০ জন পুরুষ।

অধিদপ্তরের তথ্য বলছে, মারা যাওয়া ১৫ জন ১১টি ভিন্ন জেলার বাসিন্দা। তাদের মধ্যে সবচেয়ে বেশি তিনজন মারা গেছেন মাগুরায়। চট্টগ্রাম ও মাদারীপুরে দুজন করে মারা গেছেন। এছাড়া একজন করে মারা গেছেন খুলনা, চুয়াডাঙ্গা, হবিগঞ্জ, রাজবাড়ী, ঝিনাইদহ, লালমনিরহাট, বান্দরবানে।

সর্বশেষ - সারাদেশ