রবিবার , ৫ মার্চ ২০২৩ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন, তাই কাউন্টার প্রোগ্রাম দিচ্ছে: আমীর খসরু

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মার্চ ৫, ২০২৩ ৫:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই এখন তারা কাউন্টার প্রোগ্রাম দিচ্ছে, কাউন্টার প্রোগ্রাম দেওয়া ছাড়া তাদের বিকল্প নেই। শনিবার (৪ মার্চ) বিকেলে নগরীর চৌমুহনী মোড়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ডবলমুরিং থানা বিএনপির উদ্যোগে আয়োজিত পদযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু আরও বলেন, দেশে আজ নীরব দুর্ভিক্ষ চলছে। মানুষ দুবেলা খেতে পারছে না। মুরগি এখন চারভাগে ভাগ করে বিক্রি করা হচ্ছে, গরুর মাংস গ্রাম হিসাব করে বিক্রি করা হচ্ছে। আওয়ামী লীগ অর্থনীতির লুটেরা যারা সম্পদ লুটপাট করেছে তারা বাদে দেশের প্রায় মানুষ কষ্টে আছে। আওয়ামী লীগ প্রায় সংবিধানের কথা বলে।

আমি তাদের একটা কথা বলতে চাই, সংবিধান কি গুম-খুন করতে বলেছে?, অর্থনীতি ধ্বংস করতে বলেছে?, লুটপাট করতে বলেছে? মানুষের মানবাধিকার-ভোটাধিকার হরণ করতে বলেছে? সবকিছুতে তারা সংবিধান লঙ্ঘন করেছে।

CTG-Amir-kosru2

তিনি বলেন, বাংলাদেশের মালিক হচ্ছে দেশের জনগণ, এ দেশের জনগণ চোরদের হাতে তাদের ভাগ্য তুলে দিতে পারে না। আওয়ামী লীগ বলে খালেদা জিয়া নাকি রাজনীতি করতে পারবে কিন্তু নির্বাচনে অংশ নিতে পারবে না। মামার বাড়ির আবদার, মনে হচ্ছে দেশটা তাদের জমিদারি, যা বলবে তাই মানতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ যতগুলো গুম-খুনের সঙ্গে জড়িত সবগুলো যোগ করলে যতগুলো মামলা হবে নির্বাচন তো দূরের কথা তাদের নেতা-নেত্রীরা কেউ জেলের বাইরে থাকতে পারবে না। আজ জাতিসংঘ, মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন দেশ তাদের লুটপাট, মানবাধিকার লঙ্ঘন, ভোটাধিকার লঙ্ঘনের কার্যক্রম পর্যবেক্ষণ করছে। আইএমএফ থেকে লোন নিয়ে তারা কি করছে তাও পর্যবেক্ষণ করছে। তারা যতই চেষ্টা করুক ক্ষমতায় টিকে থাকতে পারবে না, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। তাদের বিদায় নিতে হবে, তাদের বিদায় করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে।

CTG-Amir-kosru2

ডাবলমুরিং থানা বিএনপির সভাপতি মো. সেকান্দর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাদশা মিয়ার পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, মো. নাজিমুর রহমান, মহানগর বিএনপির সদস্য সাবেক কাউন্সিলর আবুল হাসেম, বিএনপি নেতা কামরুল ইসলাম সাজ্জাদ, ডাবলমুরিং থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি শামসুল আলমসহ আরও অনেকে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ওমরাহ শেষে দেশে ফিরলেন ডিবিপ্রধান

স্বরাষ্ট্র উপদেষ্টার রাজনৈতিক বক্তব্য, যা বললেন আন্দালিব রহমান পার্থ

বিশ্বজুড়ে ৩০ ব্যক্তির ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

পদ্মাপাড়ে বিমানবন্দর সম্ভাব্য দুই স্থান খুঁজতেই ব্যয় ১৩৬ কোটি টাকা

‘অ্যাডভোকেট-ক্লার্ক’ আইন প্রণয়ন করা হবে: আইনমন্ত্রী

পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

নির্বাচন কমিশন আয়-ব্যয়ের হিসাব দেয়নি অর্ধেক দল, সেপ্টেম্বর পর্যন্ত সময়

১৫ আগস্ট হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলবদের বের করতে তদন্ত কমিশন গঠনের দাবি

ফখরুলের বক্তব্য গণমাধ্যমকে আক্রমণের শামিল: তথ্যমন্ত্রী

সাভারে শিশুকে পিটিয়ে হত্যা, বাবা আটক