সোমবার , ৮ আগস্ট ২০২২ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

তাইওয়ান ঘিরে চীনের মহড়া ‘শেষ হয়ে হইল না শেষ’

প্রতিবেদক
নিউজ ডেস্ক
আগস্ট ৮, ২০২২ ৩:১১ অপরাহ্ণ

চীনা সেনাবাহিনী আজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায়, সামরিক মহড়া চলমান রয়েছে। এই মহড়ায় সাবমেরিনবিরোধী হামলার পাশাপাশি সামুদ্রিক অভিযানকে প্রাধান্য দেওয়া হচ্ছে।

তবে আজ ঠিক কোন এলাকায় সামরিক মহড়া চালানো হচ্ছে, তা সুনির্দিষ্ট করে বিবৃতিতে জানানো হয়নি। মহড়া কবে বা কখন শেষ হবে, সে ব্যাপারেও কিছু বলা হয়নি।

মহড়া চলাকালে কোনো এলাকাকে বেইজিং ‘বিপজ্জনক’ অঞ্চল হিসেবে ঘোষণা করেছে কি না, তা স্পষ্ট নয়।

বৃহস্পতিবার শুরু হওয়া মহড়া শেষ করার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা চীনা সামরিক বাহিনীর কাছ থেকে আসেনি।

তাইওয়ান প্রণালির পাশাপাশি পীত সাগরে একটি নতুন মহড়া শুরু করেছে বেইজিং। মহড়াটি ১৫ আগস্ট পর্যন্ত চলতে পারে।

সর্বশেষ - সারাদেশ