ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, কয়েক দশক ধরে ভারতের বিরুদ্ধে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে যারা লিপ্ত তারা এখন জানে এটি একটি ‘ভিন্ন ভারত’। তিনি জোর দিয়ে বলেন, আজ দেশটি জাতীয় নিরাপত্তা চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে চীন ও পাকিস্তানকে প্রতিরোধ করতে সক্ষম।
বুধবার উগান্ডায় ভারতীয়দের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
ভারত সীমান্তে যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয় সে সম্পর্কে বলতে গিয়ে জয়শঙ্কর আরও বলেন, আজ মানুষ একটি ভিন্ন ভারত দেখছে; যা দাঁড়াতে সক্ষম। ভারত তার জাতীয় নিরাপত্তা চ্যালেঞ্জগুলো মোকাবিলা করবে তা উরি হোক বা বালাকোট।
চীনের সঙ্গে সীমান্তের চ্যালেঞ্জ নিয়েও কথা বলেছেন জয়শঙ্কর। তিনি বলেন, তিন বছর ধরে চুক্তি লঙ্ঘন করে সীমান্তে চীনারা বিশাল বাহিনীর সমাবেশ ঘটায়।
আজ ভারতীয় সামরিক বাহিনী অনেক শক্তিশালী দাবি করে তিনি আরও বলেন, তাদের অনেক উচ্চতায় এবং খুব কঠিন পরিস্থিতিতে মোতায়েন করা হয়েছে।
জয়শঙ্কর বলেন, ভারতীয় সামরিক বাহিনীর অবস্থা অতীতের যেকোনো সময়ের থেকে আলাদা। কারণ ভারতীয় সৈন্য এখন পরিপূর্ণ। তাদের সঠিক সরঞ্জাম এবং অবকাঠামো রয়েছে।
তিনি স্বীকার করেছেন চীন সীমান্তে আরও অবকাঠামো উন্নয়নে কাজ করতে হবে। কারণ অতীতে আমরা এটি অবহেলা করেছি।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এটি একটি ভিন্ন ভারত; যা তার স্বার্থের জন্য দাঁড়াবে এবং বিশ্ব এটি স্বীকার করবে।
বর্তমান সময়ে ভারতের নীতিগুলো বহিঃবিশ্বের কোনো চাপ দ্বারা প্রভাবিত হবে না দাবি করে তিনি বলেন, এটি আরও স্বাধীন ভারত।