প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০ টায় শহরের জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
মিছিলে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য একেএম আউয়াল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাসসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।