তফসিল ঘোষণার প্রতিবাদে ডাকা দুদিনের হরতাল শুরুর আগের দিন চট্টগ্রাম নগরের বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। আজ শনিবার রাত নয়টায় এই আগুন দেওয়া হয়। পরে খবর পেয়ে ফায়ার স্টেশনের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম নগরের বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটি যাত্রীবাহী ছিল। আগুনের খবর পেয়ে কালুরঘাট ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, বহদ্দারহাট টার্মিনালের কাছে ফ্লাইওভারের একটু আগে রাস্তার পাশে দাঁড় করানো ছিল বাসটি। এতে তখন কোনো যাত্রী ছিল না। এ সময় হঠাৎ বাসটিতে আগুন জ্বলে উঠতে দেখে মানুষ ভিড় করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান।
ফায়ার সার্ভিসের চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। তবে কেউ হতাহত হননি। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।