বৃহস্পতিবার , ১৫ ডিসেম্বর ২০২২ | ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

বেতনবৃদ্ধির দাবিতে যুক্তরাজ্যে এক লাখের বেশি নার্স ধর্মঘটে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ১৫, ২০২২ ৪:২৮ অপরাহ্ণ

বেতন-ভাতা বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার নজিরবিহীন ধর্মঘট পালন করেছেন যুক্তরাজ্যের এক লাখের বেশি নার্স। তারা দেশের নার্সদের অন্যতম প্রধান সমিতি রয়্যাল কলেজ অব নার্সিং (আরসিএন) ইউনিয়নের সদস্য।

আরসিএন-এর ১০৬ বছরের ইতিহাসে এটিই প্রথম ধর্মঘট। দ্রব্যমূল্যের ব্যাপক বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বেতন-ভাতা নিয়ে সরকারের সঙ্গে বিরোধের পর এই ধর্মঘট পালন করেন নার্সরা।

এরই মধ্যে বেতন-ভাতাসংক্রান্ত সরকারের দেওয়া নতুন প্রস্তাব প্রত্যাখান করেছে ইউনিয়ন। তবে ধর্মঘটের কারণে জীবনরক্ষাকারী জরুরি চিকিৎসাসেবা ব্যাহত হবে না বলে দাবি করেছে সমিতি।

যুক্তরাজ্যের ৭৬টি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে এই ধর্মঘট হয়। এর ফলে হাজার হাজার অস্ত্রোপচার এবং চিকিৎসকের সঙ্গে রোগীর সাক্ষাত বাতিল হয়ে যায়।

যুক্তরাজ্যের রাষ্ট্রায়ত্ত স্বাস্থ্যসেবা ব্যবস্থা ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) বেতন পুনর্মূল্যায়ন কমিটি নার্সদের সর্বনিম্ন বেতন এক হাজার ৪০০ পাউন্ড নির্ধারণের প্রস্তাব দিয়েছিল, যা গত বছরের তুলনায় তিন শতাংশ বেশি। এরপর থেকেই অচলাবস্থার সৃষ্টি হয়।

যুক্তরাজ্যে বর্তমানে মুদ্রাস্ফীতির হার ১০ শতাংশের বেশি। এটি কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। সম্প্রতি নিউ ইকোনমিক ফাউন্ডেশনের এক গবেষণা বলছে, দুই বছরের মধ্যে দেশটির ৪৩ শতাংশ পরিবার তিনবেলা যথাযথভাবে খেতে পারবে না। ইতিমধ্যেই অনেক পরিবার তাদের খাবারের মেন্যুতে কাটছাট করেছে।

সূত্র: ডয়েচে ভেলে

সর্বশেষ - সারাদেশ