বুধবার , ২৮ ডিসেম্বর ২০২২ | ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

আগামী বছর ফ্রান্স-জার্মানির যুদ্ধ, আরও যা জানালেন মেদভেদেভ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ২৮, ২০২২ ৪:৫৯ অপরাহ্ণ

আগামী বছর ফ্রান্স ও জার্মানির মধ্যে যুদ্ধ বাধবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। এছাড়া যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের পর টেসলাপ্রধান ইলন মাস্ক দেশটির নতুন প্রেসিডেন্ট হবেন বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার নিজের টুইটার ও টেলিগ্রাম অ্যাকাউন্টে দিমিত্রি মেদভেদেভ যেসব ভবিষ্যদ্বাণী করেছেন, তাতে ২০২৩ সালে তিনি যুক্তরাজ্যকে ইউরোপীয় ইউনিয়নে ফের যুক্ত হতেও দেখেছেন। তবে যুক্তরাজ্য যুক্ত হওয়ার পর ইউরোপের এই জোটটি ভেঙে যাবে বলেও ধারণা তার।

ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ অনুচর হিসেবে পরিচিত মেদভেদেভ ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। পুতিন সেসময় ছিলেন তার প্রধানমন্ত্রী। পুতিনকে পরামর্শদাতা রুশ নিরাপত্তা পরিষদের বর্তমান উপপ্রধান তিনি।

সোমবার তিনি সামরিক খাত দেখভালের দায়িত্বে থাকা পরিষদেও পুতিনের সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।

সাবেক এই রুশ প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণীতে তেলের দাম ব্যারেলপ্রতি দেড়শ ডলারে পৌঁছাবে বলেও বলা হয়েছে।

হাঙ্গরি ও পোল্যান্ড ইউক্রেইনের পশ্চিম অংশ দখল করে নেবে, ইউরোপের ছোটখাট দেশ নিয়ে জার্মানিতে ‘চতুর্থ রাইখের উত্থান’ হবে, নর্দার্ন আয়ারল্যান্ড যুক্তরাজ্য থেকে আলাদা হয়ে আয়ারল্যান্ডের সঙ্গে যুক্ত হবে, বেশিরভাগ অর্থনৈতিক কর্মকাণ্ড যুক্তরাষ্ট্র ও ইউরোপ ছেড়ে এশিয়ার দিকে যাবে বলেও অনুমান মেদভেদেভের।

তার এসব ভবিষ্যদ্বাণী এরই মধ্যে পশ্চিমা দেশগুলোর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল সৃষ্টি করেছে, এ নিয়ে কৌতুকও করছেন অনেকে।
 

সর্বশেষ - সারাদেশ