ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমি মনে করি, ত্যাগ করার রাজনীতি করা উচিত। কিন্তু সবাই কি এক? পার্থক্য তো থাকবেই। ’
দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গে কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস দলের প্রধান মমতা।
সোমবার কলকাতার নজরুল মঞ্চে বঙ্গ-সম্মান প্রদানের মঞ্চে দেওয়া বক্তব্যে কথাগুলো বলার সময় বিরোধীদের সমালোচনাও করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
গত ১৪ জুলাই ‘বঙ্গবিভূষণ’ ও ‘বঙ্গভূষণ’ প্রাপকদের তালিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তাঁদের সম্মাননা দিতে সোমবার নজরুল মঞ্চে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘‘ভোগ করার জন্য আমি রাজনীতি করি না। আমি মনে করি, ত্যাগ করার রাজনীতি করা উচিত। ভোগ করার জন্য সারাজীবন রাজনীতি করিনি। আমার ধারণা ছিল, রাজনীতি মানে ত্যাগ। কিন্তু বলুন তো, সবাই কি এক? পার্থক্য তো থাকবেই। অন্যায়কে সাপোর্ট আমি করি না। ’
মুখ্যমন্ত্রী আরো বলেন, ‘জেনেশুনে আমি কোনো দিন কাউকে অন্যায় করতে দিইনি। ভুল করার অধিকার আমার রয়েছে। অজ্ঞানে করলে সংশোধনের সুযোগ দেওয়া উচিত। কিন্তু জ্ঞানত করা অপরাধ। আমি চাই, সত্য সামনে আসুক। সত্য প্রমাণ হলে যাবজ্জীবন কারাদণ্ড দিন। আমার কোনো আপত্তি নেই। ’
মমতা বলেন, ‘আমার ছবির সঙ্গে টাকার পাহাড়ের ছবি দিয়ে কুৎসা রটাচ্ছে বিরোধীরা। কয়েকটি রাজনৈতিক দলের আচরণে আমি সত্যিই দুঃখিত। …হুমকির কাছে মাথা নত করব না। আর যদি কেউ অন্যায় করে থাকে, তার দায়িত্ব সে নিজে নেবে। সরকার এর সঙ্গে যুক্ত নয়। ’