সোমবার , ২৫ জুলাই ২০২২ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

‘রোনালদো একটা ভাঁড়, তাকে দলে চাই না’- আতলেতিকো সমর্থকদের প্রতিবাদ!

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুলাই ২৫, ২০২২ ১২:২৭ অপরাহ্ণ

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়ার সম্ভাবনার কথা সামনে আসতেই অনেক ক্লাব ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেতে চেয়েছিল। এরপর কিছু ক্লাব বিপুল অংকের বেতনের কারণে পিছিয়ে গেছে। গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে, রোনালদো নাকি স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদে যেতে চান। প্রয়োজনে তিনি বেতন কমাতেও প্রস্তুত।

বিজ্ঞাপন

এমন আলোচনা শুরু হতেই রোনালদোর বিরুদ্ধে মাঠে নেমেছেন আতলেতিকো সমর্থকেরা! তারা তাদের প্রিয় ক্লাবে রোনালদোকে চান না!মহাতারকার ওপর আতলেতিকো সমর্থকদের এই রাগের কারণ খুব যৌক্তিক। রিয়াল মাদ্রিদে খেলার সময় তাদের নগর প্রতিদ্বন্দ্বীদের কম যন্ত্রণা দেননি রোনালদো।  ক্যারিয়ারে এই আতলেতিকোর বিপক্ষেই সবচেয়ে বেশি ৩৫টি ম্যাচ খেলেছেন।  ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো প্রতিবার তাদের কাছে হেরেই বিদায় নিয়েছে। রোনালদো না থাকলে তাদের ঘরে আরও কিছু ট্রফি যুক্ত হতে পারত। তাহলে সিআর সেভেনকে আতলেতিকো ভক্তরা মেনে নেবেন কেন?

তাই টুইটারে #ContraCR7 হ্যাশট্যাগ দিয়ে চলছে রোনালদোবিরোধী প্রতিবাদ। আতলেতিকো সমর্থকদের একটাই দাবি, কোনোভাবেই রোনালদোকে দলে নেওয়া যাবে না। একজন লিখেছেন, ‘এই খেলোয়াড় যদি আতলেতিকোতে আসে, তাহলে আমি ক্লাব সমর্থক হিসেবে নিবন্ধন বাতিল করব। ‘ আরেকজন লিখেছেন, ‘সব ক্লাবের সমর্থকদের উচিত রোনালদোকে বর্জন করা। ‘ আরেকজনের বক্তব্য, আরেকজনের মতে, রোনালদো ‘ভাঁড়’ ছাড়া কেউ নন, ‘রোনালদো এমন এক ভাঁড় ও দলে এলে ড্রেসিংরুমের পরিবেশ নষ্ট হবে। ‘ শুধু হ্যাশট্যাগ প্রতিবাদই নয়, রোনালদোর বিরুদ্ধে অনলাইনে পিটিশন নেওয়া শুরু করেছেন আতলেতিকো-ভক্তরা।

 

সর্বশেষ - আইন-আদালত