ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেছেন, ‘বুয়েটের মাটি থেকে ছাত্ররাজনীতির ইতিহাসকে মুছে ফেলতে পারবেন না। ধৈর্যের সীমা ছাড়িয়ে গেলে, বাঁধ ভেঙে গেলে ছাত্রলীগ কিন্তু বসে থাকবে না।’
রোববার (১৪ আগস্ট) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের স্মরণে আলোচনা সভা ও বঙ্গবন্ধু বইমেলায় তিনি এসব কথা বলেন। সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ এ সভা ও মেলার আয়োজন করে।
লেখক ভট্টাচার্য বলেন, ‘দেশের ছাত্রসমাজের পক্ষ থেকে বুয়েটের সেইসব শিক্ষার্থীদের ধিক্কার জানাই। যতই চেষ্টা করুক না কেন, বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর আদর্শকে মুছে ফেলতে পারবে না।’
তিনি বলেন, ‘বুয়েটে সাধারণ শিক্ষার্থীদের নামে কিছু শিক্ষার্থী সংবাদ সম্মেলন করেছেন। তারা প্রশ্ন তুলেছেন- আরিফ রায়হান দ্বীপ ও সনির মৃত্যুবার্ষিকীতে ছাত্রলীগের পক্ষ থেকে কেন শ্রদ্ধা জানানো হয়েছে? বুয়েট শাখা ছাত্রলীগের সাবেক নেতাদের আয়োজনে সেখানে কেন শোকসভার আয়োজন করা হয়েছে? আমরা বলবো- তারা ১৫ আগস্টের শোকসভার বিরোধিতা করে জামায়াত-শিবিরের অ্যাজেন্ডা বাস্তবায়ন করেছেন।’
বুয়েটে এ ধারা অব্যাহত থাকলে পরবর্তীসময়ে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন সংগঠনের সাধারণ সম্পাদক। এসময় শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে তাগিদ দেন তিনি।
তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রিপন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল মোড়লের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।