বুধবার , ৩১ আগস্ট ২০২২ | ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

শাবিপ্রবি সুশাসনের জন্য অন্যতম রোল মডেল: উপাচার্য ফরিদ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
আগস্ট ৩১, ২০২২ ২:৫৯ অপরাহ্ণ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুশাসনের জন্য অন্যতম রোল মডেল বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

বুধবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপাচার্যের সম্মেলনকক্ষে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের রিজিওনাল ইংলিশ ল্যাংগুয়েজ কর্মকর্তা ড. নাবিলা মাসুমির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

উপাচার্য বলেন, শাবিপ্রবি দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। এ বছর আমরা দ্বিতীয়বারের মতো ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজন করেছি। এছাড়া এ বিশ্ববিদ্যালয় প্রথম অনলাইন ভর্তি কার্যক্রম শুরু করে। দেশের প্রথম বাংলা সার্চ ইঞ্জিন পিপীলিকার উদ্ভাবন করে এবং দেশ সেরা ডিজিটাল বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত। এ বিশ্ববিদ্যালয় সুশানের জন্য অন্যতম রোল মডেল। এরই মধ্যে গবেষণায় বাজেট বৃদ্ধি করা হয়েছে আট গুণ। ফলস্বরূপ এ বছর সাত শতাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হোসাইন আল মামুন, প্রক্টর ইশরাত ইবনে ইসলাম, ইনস্টিটিউট অব মর্ডান ল্যাংগুয়েজের পরিচালক অধ্যাপক ড. আলমগীর তৈমূর, যুক্তরাষ্ট্র দূতাবাসের ইংলিশ ল্যাংগুয়েজ কো-অর্ডিনেটর শাওন কর্মকার ও রিজিওনাল ইংলিশ ল্যাংগুয়েজ প্রোগ্রাম স্পেশালিস্ট বিশ্ব রাজ গৌতম।

 

সর্বশেষ - আইন-আদালত