চ্যাম্পিয়নস লিগে এবারের মৌসুমে প্রথম জয়ের দেখা পেলো চেলসি। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে তারা ৩-০ গোলে হারিয়েছে এসি মিলানকে। এই জয়ে ‘ই’ গ্রুপের তলানি থেকে দুইয়ে উঠেছে ব্লুজরা।
প্রথমার্ধেই ওয়েসলি ফোফানা গোল করে ম্যাচ নিয়ন্ত্রণে নেন। পিয়েরে এমেরিক অবেমেয়াং ও রিচি জেমস আরও গোল করে গ্রাহাম পটারের দলকে বড় জয় এনে দেন।
স্টামফোর্ড ব্রিজে দাপট দেখিয়ে খেলা ম্যাচে চেলসি ৫২ ভাগ বল দখলে রেখে মোট ১০টি শট নেয়, যার ৬টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ৪ শটের একটি লক্ষ্যে রাখতে পারে এসি মিলান।
২৪ মিনিটে দলকে এগিয়ে দেন ওয়েসলে ফোফানা। দ্বিতীয়ার্ধে এসে ৬ মিনিটের ব্যবধানে আরও দুই গোল করে মিলানের লড়াইয়ে ফেরার সম্ভাবনা শেষ করে দেয় চেলসি।
৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পিয়েরে-এমেরিক অবামায়েং। ৬২ মিনিটে ৩-০ করেন রিস জেমস। শেষ পর্যন্ত বড় জয় নিয়েই মাঠ ছাড়ে গ্রাহাম পটারের দল।