মঙ্গলবার , ১ নভেম্বর ২০২২ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

তারেক-জোবায়দার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় বিএনপির নিন্দা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ১, ২০২২ ২:৩২ অপরাহ্ণ

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার নিন্দা জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের প্রতিক্রিয়া জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখতে এ মামলা দেওয়া হয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এ পরোয়ানা।

তিনি বলেন, সরকার মামলাকে অস্ত্র হিসেবে নিয়েছে বিরোধী রাজনীতিকে দমন করার জন্য।

এ সময় বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মামলা প্রত্যাহারের দাবি জানান মির্জা ফখরুল।

সরকার আপৎকালীন খাদ্য সংরক্ষণে ব্যর্থ বলেই দুর্ভিক্ষের কথা বলছে- এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, সব ব্যর্থতার দায় নিয়ে সরকারকে পদত্যাগের দাবি জানানো হয়েছে।

বিএনপির দশা হেফাজতের মতো হবে ক্ষমতাশীনদের এমন উক্তি বিরোধী দলের কর্মসূচিতে নিপীড়নের স্বীকারোক্তি বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান রাজনীতিতে আসবেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, সেটা সময়ই বলে দেবে, জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে সরাতেই ডা. জোবায়দাকে জড়িয়ে গ্রেফতারি পরোয়ানা দিয়েছে।

জেলের ভয় দেখিয়ে বিএনপির আন্দোলন দমানো যাবে না বলেও সরকারকে হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল।

সর্বশেষ - আইন-আদালত