শনিবার , ২৪ ডিসেম্বর ২০২২ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

‘যুদ্ধ’ মন্তব্যের পর পুতিনকে যে পরামর্শ দিল যুক্তরাষ্ট্র

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২২ ৮:৪২ পূর্বাহ্ণ

কিন্তু গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পুতিন নিজেই ‘যুদ্ধ’ শব্দটি ব্যবহার করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, যত দ্রুত সম্ভব এই যুদ্ধের ইতি ঘটবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ২৪ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও বাকি বিশ্ব জানে, পুতিনের ‘বিশেষ সামরিক অভিযানটি’ ছিল ইউক্রেনের ওপর চাপিয়ে দেওয়া ও অন্যান্য যুদ্ধ। অবশেষে ৩০০ দিন পর পুতিন এটা যে যুদ্ধ, সেটাই বললেন।

তিনি আরও বলেন, ‘বাস্তবতা স্বীকারের দ্বিতীয় পদক্ষেপ হিসেবে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের মাধ্যমে এ যুদ্ধের ইতি টানতে আমরা তাঁর (পুতিন) প্রতি আহ্বান জানাই।’

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পুতিন যে পরিভাষাই ব্যবহার করুন না কেন, সার্বভৌম প্রতিবেশীর বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের ফলে প্রাণহানি, ধ্বংস ও বাস্তুচ্যুতির ঘটনা ঘটছে।

ইউক্রেন যুদ্ধ যত দ্রুত শেষ হবে, ততই মঙ্গল: পুতিন

ভ্লাদিমির পুতিন

যুদ্ধ সম্পর্কে ‘মিথ্যা তথ্য’ দেওয়ায় নতুন আইনের অধীন বিরোধী রাজনীতিক ইলিয়া ইয়াশিনকে চলতি মাসের শুরুতে সাড়ে আট বছরের কারাদণ্ড দেন রাশিয়ার একটি আদালত।

ইউক্রেনের রাজধানী কিয়েভের পার্শ্ববর্তী বুচা শহরে ইউক্রেনীয়দের গুলিবিদ্ধ ও হাত পিছমোড়া করে বাঁধা মরদেহ উদ্ধারের ঘটনাকে ‘হত্যাযজ্ঞ’ বলেছিলেন। বেশ কিছুদিন নিয়ন্ত্রণে রাখার পর শহরটি ছেড়ে যায় রুশ বাহিনী।

এদিকে ‘যুদ্ধ’ শব্দ ব্যবহারের মাধ্যম ‘ভুয়া খবর’ ছড়ানোয় পুতিনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন বলে শুক্রবার জানিয়েছেন বিরোধীদলীয় আইনপ্রণেতা নিকিতা ইউফেরেভ। তিনি ইউক্রেনে রুশ হামলার সমালোচক হিসেবে পরিচিত।

সর্বশেষ - দেশজুড়ে