বৃহস্পতিবার , ৯ মার্চ ২০২৩ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

পাকিস্তানের নতুন সেনাপ্রধানকে একহাত নিলেন ইমরান খান

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মার্চ ৯, ২০২৩ ২:১৩ অপরাহ্ণ

পাকিস্তানে নতুন সেনাপ্রধান নিয়োগের পর সংকট কমেনি বরং আরও বেড়েছে। এমন মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খান। খবর জিও নিউজের।

বিবিসি উর্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ইমরান খান। তিনি বলেন, নতুন সেনাপ্রধান আসিম মুনীরের আগমনে পিটিআই আরও জটিল সংকটে পড়েছে।

এর আগে ইমরান খান দেশের উন্নতির জন্য সেনাপ্রধান জেনারেল আসিম মুনীরের সঙ্গে কথা বলার আশা ব্যক্ত করেন। তিনি জানান সামরিক বাহিনীর সঙ্গে তার কোনও বিরোধ নেই। তবে সেনাপ্রধান আসিম মুনীর তার সঙ্গে সাক্ষাতে অস্বীকৃতি জানান।

এর পর ইমরান খান মন্তব্য করেন, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনীর তার সঙ্গে শত্রুর মতো আচরণ করছেন।

বিবিসির সাক্ষাতে ইমরান খান আরও বলেন, ক্ষমতাসীন দল আমাকে অযোগ্য প্রমাণ করতে চায় এবং আমাকে জেলে ভরে দিতে চায়। তবে তা সম্ভব নয়।

ইমরান খান আরও বলেন, পুরো জাতি ক্ষমতাসীন দলের বিরুদ্ধে। আর এজন্যই পিটিআই ২০১৮ এর নির্বাচনে জয়লাভ করেছে। আর এখন মুদ্রাস্ফীতির কারণে সেসব দল মানুষের মন থেকে পুরোপুরি উঠে গেছে।

সর্বশেষ - দেশজুড়ে