মাত্র পাঁচ কার্যদিবসে পুঁজিবাজারে তালিকাভুক্ত লিব্রা ইনফিউশনের প্রতিটি শেয়ার দাম বেড়েছে ২০০ টাকার বেশি। প্রতিষ্ঠানটির শেয়ারের এই দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
এজন্য বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে বিনিয়োগকারীদের সতর্ক করে জানানো হয়েছে- লিব্রা ইনফিউশনের শেয়ার দাম বাড়ার পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।
ডিএসই জানিয়েছে, কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার কারণ জানাতে ডিএসই থেকে ৪ অক্টোবর নোটিশ পাঠানো হয়। জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে সম্প্রতি শেয়ারের যে অস্বাভাবিক দাম বেড়েছে এবং লেনদেন বেড়েছে, সেজন্য কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।
অবশ্য ডিএসই থেকে এমন সতর্কবার্তা প্রকাশ করা হলেও তা কোনো কাজে আসছে না। কোম্পানিটির শেয়ার দাম বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার লেনদেন শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৭৩ টাকা ৫০ পয়সা বেড়ে দিনের দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে।
দিনের সর্বোচ্চ দামে কোম্পানিটির শেয়ার কেনার আদেশ থাকলেও বিক্রয় আদেশের ঘর শূন্য হয়ে পড়েছে। অর্থাৎ দিনের সর্বোচ্চ দামেই কোম্পানিটির শেয়ার লেনদেন হচ্ছে।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ২৭ সেপ্টেম্বর কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৮৪৮ টাকা ৫০ পয়সা। সেখান থেকে বাড়তে বাড়তে প্রতিটি শেয়ার দাম ১ হাজার ৫৪ টাকা ২০ পয়সা উঠেছে। অর্থাৎ পাঁচ কার্যদিবসে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ২০৫ টাকা ৭০ পয়সা।
শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটি সর্বশেষ ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। এরপর আর লভ্যাংশ সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করেনি।
১ কোটি ৫০ লাখ টাকা পরিশোধিত মূলধনের এই কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১৫ লাখ ১ হাজার ৯২০টি। এর মধ্যে ৩৪ দশমিক ৪৩ শতাংশ শেয়ার আছে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৫৪ দশমিক ৫০ শতাংশ। আর ১১ দশমিক শূন্য ৭ শতাংশ আছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে।