বুধবার , ১৭ এপ্রিল ২০২৪ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

বাবর আজমকে বিশ্রামে রাখা নিয়ে মুখ খুললেন প্রধান কোচ আজহার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
এপ্রিল ১৭, ২০২৪ ৭:২৮ পূর্বাহ্ণ

অধিনায়কত্ব বদল নিয়ে সংকট তৈরি হয়েছে পাকিস্তান ক্রিকেট দলে। এক সিরিজ শেষ হতেই শাহিন শাহ আফ্রিদিকে নেতৃত্ব থেকে সরিয়ে বাবর আজমকে ওয়ানডে ও টি টোয়েন্টি ক্রিকেটের অধিনায়ক করা হয়েছে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই পরিবর্তন আনা হয়েছে। বিশ্বকাপের আগে পাকিস্তান দলের এসিড টেস্ট হবে নিউজল্যান্ডের সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

এই সিরিজটিকে ব্যাপক গুরুত্ব দিচ্ছে পিসিবি। এ কারণে দলের কোচিং স্টাফসহ নানা পদে পরিবর্তন আনা হয়েছে। শোনা যাচ্ছে গুরুত্বপূর্ণ এই সিরিজে নতুন অধিনায়ক বাবর আজমকে বিশ্রামে রাখা হতে পারে। শাহিন আফ্রিদ্রির সঙ্গে নেতৃত্ব নিয়ে তৈরি হওয়া দূরত্ব দূর করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ বিষয়ে মুখ খুলেছেন পাকিস্তা ক্রিকেট দলের প্রধান কোচ আজহার মেহমুদ। রাওয়ালপিন্ডিতে বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আজহার বলেন, এই সিরিজে বাবরকে বিশ্রাম দেওয়া হতে পারে। এটি আমাদের রোটেশন কৌশলেরই একটি অংশ।

তিনি বলেন, বাবরকে বিশ্রাম দেওয়া সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত সতর্কতার সঙ্গে ও পরিস্থিতি বুঝে নেওয়া হবে।

‘বাবরকে বিশ্রামে রাখার সম্ভাবনা রয়েছে। কিন্তু এটি পরিস্থিতির ওপর নির্ভর করছে।

সর্বশেষ - দেশজুড়ে