পিরোজপুরের মঠবাড়িয়ায় আমিরুল ইসলাম (৪০) নামের এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলাম উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মো. মোকসেদ এর ছেলে।
জানাযায়, মঙ্গলবার রাতে চালিতাবুনিয়া গ্রামে মাহফিলে গিয়েছিল আমিরুল। গভীর রাতে সেখান থেকে বাড়ি ফেরার পথে কয়েক জন যুবক আমিরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফলে রেখে যায়। খবর পেয়ে উদ্ধার করে পুলিশ আমিরুলকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পাওয়ার পর মামলা নেওয়া হবে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।