সোমবার , ৫ জুন ২০২৩ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

মৌসুমের শেষ ম্যাচেও হেরে গেলো বার্সেলোনা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুন ৫, ২০২৩ ৮:৩৭ পূর্বাহ্ণ

চারম্যাচ হাতে রেখে শিরেোপা নিশ্চিত করতে পেরেছিলো জাভি হার্নান্দেজের শিষ্যরা। যদি শিরোপা নিষ্পত্তি শেষ ম্যাচ পর্যন্ত গড়াতো, তাহলে নিশ্চিত বার্সেলোনার চ্যাম্পিয়ন হওয়া কঠিন হয়ে যেতো। কারণ, শিরোপা নিশ্চিত করার পর চার ম্যাচের তিনটিতেই হেরেছে তারা। শেষ ম্যাচেও পরাজয় বরণ করে নিয়েছে লা লিগা চ্যাম্পিয়নরা।

মৌসুমের শেষ ম্যাচে সেল্টা ভিগোর মাঠে গিয়ে ২-১ গোলে হেরেছে বার্সা। সেল্টার হয়ে জোড়া গোল করেছেন গ্যাব্রিয়েল ভেইগা। বার্সেলোনার হয়ে একমাত্র গোলটি করেন আনসু ফাতি।

হারলেও বার্সেলোনার শিরোপার মুকুট মাথায় রাখতে কোনো সমস্যা হয়নি। তবে জয়ে বিশাল লাভ হয়েছে সেল্টা ভিগোর। বলা যায়, আরেকবার জীবন পেয়েছে যেন তারা। কারণ, নিশ্চিত এবার অবনমন ঘটতো সেল্টার। বার্সার কাছে যদি হেরে যেতো, তাহলে তাদের অবনমন ঠেকানোর উপায় ছিল না।

কিন্তু নাটকীয়ভাবে তারা বার্সাকে হারিয়েছে এবং অন্যদিকে রিয়াল ভায়াদোয়িদ শেষ ম্যাচে গোলশূন্য ড্র করে ফেলেছে গেটাফের সঙ্গে। যার ফলে সেল্টা ভিগো বেঁচে যায় অবনমন থেকে। কিন্তু ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোর মালিকানাধীন রিয়াল ভায়াদোয়িদের অবনমন ঘটে গেছে প্রথম বিভাগ লিগে। এছাড়া এস্পানিওল এবং এলচে’রও অবনমন ঘটেছে এবার লা লিগা থেকে।

ব্যালাইডসে স্বাগতিক সেল্টা ভিগো ম্যাচের ৪২তম মিনিটে গোল করে প্রথমে লিড নেয়। বার্সা ডিফেন্ডার মার্কো আলোনসো এবং আন্দ্রে ক্রিস্টেনসেনকে কাটিয়ে অসাধারণ এক শটে বার্সার জাল কাঁপান গ্যাব্রিয়েল ভেইগা।

দ্বিতীয়ার্ধে গিয়ে নিজেদের অবস্থান আরো মজবুত করে সেল্টা ভিগো। ৬৫তম মিনিটে দ্বিতীয় গোলটিও করেন গ্যাব্রিয়েল ভেইগা। ৭৯তম মিনিটে গিয়ে একটি গোল শোধ করেন আনসু ফাতি।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত