শুক্রবার , ১৬ জুন ২০২৩ | ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

বিএনপিকে যে পরামর্শ দিলেন বদরুদ্দীন উমর

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুন ১৬, ২০২৩ ১:১৫ অপরাহ্ণ

প্রবীণ রাজনীতিবিদ বদরুদ্দীন উমর বলেছেন, এখনো আওয়ামী লীগের অধীন নির্বাচন হলে যেভাবে আমলা-পুলিশের ওপর তাদের নিয়ন্ত্রণ রয়েছে, এতে কোনোভাবেই নির্বাচন সুষ্ঠুভাবে হবে না। তাদের তাড়াতে হবে। বিএনপি বলছে, আওয়ামী লীগের অধীন নির্বাচনে যাব না। বিএনপিকে বলতে হবে, নির্বাচন করতে দেব না।

‘গণতন্ত্রের সংগ্রাম ও সংবাদপত্র’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এ সভার আয়োজন করে গণসংস্কৃতি ফ্রন্ট।

বদরুদ্দীন উমর বলেন, এখনো আওয়ামী লীগের অধীন নির্বাচন হলে যেভাবে আমলা-পুলিশের ওপর তাদের নিয়ন্ত্রণ রয়েছে, এতে কোনোভাবেই এখানে নির্বাচন সুষ্ঠুভাবে হবে না। তাদের যেতে হবে, তাদের তাড়াতে হবে। তাদের অধীন কোনো নির্বাচন করা যাবে না।

তিনি আরও বলেন, বিএনপি বলছে- আওয়ামী লীগের অধীন নির্বাচনে যাবে না এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন করতে হবে। তাদের এই বক্তব্য ঠিক আছে।

‘বিএনপি নির্বাচন করব না, এটা বলছে। নির্বাচন করতে দেওয়া হবে না, এ কথা বলছে না। ‘আসলে নির্বাচন করতে দেওয়া হবে না, এই আওয়াজ তুলতে হবে। বলতে হবে যে নির্বাচন করতে দেব না। নির্বাচনের আগে থেকে আওয়াজ তুলব, জনগণকে সংগঠিত করব এবং জনগণ নিয়ে সব নির্বাচনি কেন্দ্র ঘেরাও করব, নির্বাচন হতে দেব না- এভাবে বলতে হবে। না হলে নির্বাচন করব না বলে বসে থাকলে আওয়ামী লীগ আগের মতোই নির্বাচন করে বসে যাবে।’

প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, আওয়ামী লীগ বলছে, বিরোধীরা নির্বাচন বানচাল করতে চায়। অবশ্যই নির্বাচন বানচাল করতে হবে। তোমরা নির্বাচন বানচাল করোনি ১৯৯৬ সালে? তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তোমরা তো আন্দোলন করেছিলে। এমন আন্দোলন হলো যে সেখানে শুধু নির্বাচন বাতিল হলো তা-ই না, বিএনপির মন্ত্রিসভার সবাইকে পদত্যাগ করতে হলো। তারপর তত্ত্বাবধায়ক সরকার হলো। এখনো তা-ই করতে হবে।

মিডিয়া দমন করা হচ্ছে অভিযোগ করে বদরুদ্দীন উমর বলেন, শুধু সংবাদপত্র নয়, সবকিছুই দমন করা হচ্ছে। পরস্পরের সঙ্গে সব কটিই যুক্ত। আজকে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার যে আন্দোলন, তা জনগণের মতপ্রকাশের স্বাধীনতার সংগ্রামের সঙ্গে যুক্ত, তার থেকে আলাদা করা যাবে না।

‘সামগ্রিকভাবে জনগণের ওপর যে আক্রমণ হচ্ছে, এর বিরুদ্ধে যদি লড়াই না করা যায়, এই পুরো পরিস্থিতি যদি বোঝা না যায়, তা হলে এই সংগ্রাম করে লাভ হবে না’, যোগ করেন তিনি।

 

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

প্রকাশ্যে ধূমপান-যত্রতত্র মলমূত্র ত্যাগ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ

যেভাবে চেয়েছি সেভাবেই আইএমএফের ঋণ পেতে যাচ্ছি: অর্থমন্ত্রী

ইমরানের ওপরই দোষ চাপালেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

বেতার, শিল্পকলা, বিটিভিসহ কোনো সরকারি অনুষ্ঠানে আমাকে ডাকা হতো না

চট্টগ্রাম-১০ উপনির্বাচন: ভোট দিয়ে যা বললেন নৌকার প্রার্থী বাচ্চু

‘এই মুহূর্তে ইউক্রেনের ট্যাংক দরকার’

পাকিস্তানে সংসদ ভেঙে দেওয়া হলেও পিছিয়ে যাচ্ছে নির্বাচন

হরতাল-অবরোধ ট্রাক চলছে বাড়তি ভাড়ায়, বাড়ছে পণ্য পরিবহন খরচ

তাপমাত্রা বেড়ে তাপপ্রবাহের আওতা বাড়তে পারে

সেলাই মেশিন পেল আশ্রয়ণ প্রকল্পের ৪১ পরিবার