শুক্রবার , ২১ অক্টোবর ২০২২ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

জমি থেকে মাটি নিতে বাধা, মালিককে পিটিয়ে হত্যা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ২১, ২০২২ ৩:১০ অপরাহ্ণ

ঢাকার ধামরাইয়ে জমি থেকে মাটি নিতে বাধা দেওয়ায় সেলিম তালুকদার নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে মাটিখেকো একটি চক্র। এ ঘটনায় তার বাবা-মা গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে উপজেলার কুল্লা ইউনিয়নের আড়ালিয়া এলাকায় তালুদার পল্লিতে এ ঘটনা ঘটে।

নিহত সেলিম তালকুদার পেশায় রিকশাচালক ছিলেন। তিনি ওই গ্রামের আব্দুল কাদের তালুকদারের ছেলে।

এ ঘটনায় গুরুতর আহত আব্দুল কাদের তালুকদার ও তার স্ত্রীকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে একই এলাকার মাটিখেকো আব্দুস সাত্তার, তার ছেলে মো. জাহিদুর রহমান জাহিদ, দ্বীন ইসলাম ও শ্যালক লিটন মিয়াসহ ৩০-৩৫ জন সেলিম তালুকদারের জমি থেকে মাটি লুট করতে থাকেন। এ সময় জমির মালিক তাদের বাধা দেন। কিন্তু বাধা উপেক্ষা করে মাটি লুট অব্যাহত রাখেন তারা। পরে তিনি থানায় গিয়ে অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মাটি কাটতে নিষেধ করে।

কিছু সময় মাটিকাটা বন্ধ রাখা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর দুপুর ১২টার দিকে ফের মাটি কাটা শুরু হয়। এ সময় বাধা দিতে গেলে সেলিম তালুদার ও তার পরিবারের ওপর হামলা করেন অভিযুক্তরা। লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে সেলিম তালুকদারসহ তার বাবা-মাকে গুরুতর আহত করা হয়।

পরে তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন। আহত তার বাবা-মাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন।

ধামরাই থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

 

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

ট্রেনের ভাড়া বাড়ছে ৪ মে

যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা: ছয় মাসে প্রাণ হারিয়েছেন ২০ হাজার মানুষ

১৮ বছর পর গ্রেফতার আসামিকে ছিনিয়ে নিলেন লোকজন

স্ত্রী বিবাহবিচ্ছেদ চাওয়ায় হতাশা স্ত্রী-সন্তান-শাশুড়িসহ ৭ জনকে হত্যা করে আত্মহত্যা

প্রথমবার মঞ্চনাটকে ভাবনা

জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক নিহত, আটক ১

বিএনপি বিশৃঙ্খলা করলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বরিশালে খেলাঘরের শিশু সমাবেশে মেয়র ‘আজকের শিশুরাই বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ করবে’

ফেসবুকে দুস্থদের সাহায্যের নামে হাতিয়ে নেন ১২ লাখ টাকা

মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষণার বিধান চ্যালেঞ্জ করে রিট